আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল ঈমান ইনস্টিটিউট এর যেকোনো কোর্স এ রেজিস্ট্রেশন করতে কোন ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে একান্ত অনুরোধ করছি ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের বিভিন্ন কোর্সে যারা রেজিস্ট্রেশন করেছেন, কোন কারনে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে না পারলে আমাদের অফিস নাম্বারে যোগাযোগ করতে বিনীত অনুরোধ করছি ইনশাআল্লাহ।
Upcoming Courses
Our Courses
Feedback
চাঁদপুর।
দ্বীনি জ্ঞান বিতরণ আল ঈমান ইনস্টিটিউট এর লক্ষ্য বলে জানি, আলহামদুলিল্লাহ। অনলাইনে নিজ নিজ জায়গা থেকে অবসর সময়ে আল কুরআন ও ধর্মীয় বিধি-বিধান শেখার এক অনন্য প্রতিষ্ঠান। এখানে অনলাইনে এর মাধ্যমে বিভিন্ন বয়সী পেশাজীবী ভাই এবং বোনেরা কোরআন, হাদিস, আরবি ভাষা ও সাহিত্যের নানা জ্ঞান অর্জন করে থাকেন। এই ইনস্টিটিউট এর উস্তাজ এবং উস্তাজাগণ দ্বীনি জ্ঞান বিতরণে অত্যন্ত ধৈর্য সহকারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন কোর্সে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাই এবং বোনেরা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। একাডেমিক কোর্স পরিচালনার পাশাপাশি আল ঈমান ইনস্টিটিউট নানা ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে, আলহামদুলিল্লাহ।
ঢাকা।
আমাদের দেশের রীতি হিসেবে শৈশবেই ধর্মীয় শিক্ষা গ্রহণ করা হয়েছিল।এক পর্যায়ে পবিত্র কুরআন পড়া শেখা হয়।তবে নিয়মিত চর্চার অভাবে কুরআন পড়া ব্যাকরণ সম্মতভাবে সহীহ হচ্ছে কি না সেই সন্দেহ থেকে মনে মনে একটা অতৃপ্তি কাজ করতে থাকে।জীবনের নানা ব্যস্ততায় পরিণত বয়সে কোন প্রতিষ্ঠানে উপস্হিত থেকে সরাসরি ব্যাকরণ সম্মতভাবে পবিত্র কুরআন পুনঃশিক্ষা করতঃ সহীহ ভাবে কুরআন তেলওয়াত শিক্ষা সম্ভব হচ্ছিল না।একদিন আল্লাহ্ সুবহানাহুতা’য়ালা’র অশেষ রাহমতে আল ঈমান ইন্সটিটিউট এর খোঁজ পেলাম যেখানে অনলাইন ভিত্তিক ব্যাকরণ সম্মতভাবে তাজবীদুল কুরআন শিক্ষা কোর্স ও কুরআন তেলওয়াত শিক্ষা কোর্স সম্পাদন করানো হয়।আমি তাজবীদুল কুরআন কোর্সে রেজিস্ট্রেশন করে নির্ধারিত সময়ে ক্লাশ শুরু করে দিলাম।ইনস্টিটিউট এর সহজ সাবলীলভাবে শিক্ষা দান পদ্ধতিতে তাজবীদুল কুরআন কোর্সটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে তাঁরই তত্ত্বাবধানে কুরআন তেলওয়াত শিক্ষা কোর্সটি অব্যাহত আছে।আল ঈমান ইনস্টিটিউট কুরআন শিক্ষা কোর্স ছাড়াও অনলাইন ভিত্তিক দ্বীন এর নানা বিষয় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ভাবে প্রচার করে মুসলিম সমাজে অবদান রেখে চলেছে।এই ইনস্টিটিউট সমাজের অবহেলিত ও দরিদ্র গোস্ঠির জন্য ইনস্টিটিউট এর সাথী ভাইদের সহায়তায় সদকায়ে জারিয়া কার্যক্রমও করে থাকে।আমি আল ঈমান ইনস্টিটিউট এর একজন সতীর্থ হিসেবে এই ইনস্টিটিউট এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।মহান আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন,আমীন।
Dhaka
আল ঈমান ইনষ্টিটিউটের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এই ইনষ্টিটিউটের একজন নিয়মিত শিক্ষাথী’।সাধারন শিক্ষায় শিক্ষিত মানুষদের (মুসলিমদের) জন্য এই প্রতিষ্ঠান খুব সুন্দর এবং কার্যকরী পদ্ধতিতে দীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ অত্যন্ত দক্ষতা, ধৈর্য ও যত্ন সহকারে ক্লাস গুলি পরিচালনা করে থাকেন । এখানে ইসলামের মৌলিক বিষয়গুলি যেমন - সহীহ্ এবং শুদ্ধ করে কুর’আনুল করীম তিলাওয়াত, কুরআন হিফজ , কুরআনিক গ্রামার, ইসলামী আকীদাহ, আসমাউল হুসনা, আরবী ভাষা শিক্ষা বিষয়ক বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়ে থাকে। এ ছাড়া ও এই প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কার্যক্রম ও পরিচালনার সাথে ও যুক্ত রয়েছে ,যেমন - গরীব , অসহায় , দুস্থদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করা , বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগীতা করা ইত্যাদি। আমি মহান আল্লাহ রব্বুল আ’লামিনের নিকট দোয়া করি এই প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতার জন্য।
লন্ডন, ইংল্যান্ড।
I have been a student of Al Iman from the beginning and I am still doing some advanced courses here. I am blessed that Allah subhana tawala showed me the right path. My classes have been so worthwhile! They have an amazing way, so that it is easily understandable, and always keeping it light. I found that the ostajs are genuinely care about quraniq education and Islam. They are friendly and very helpful when I ask for extra support or advice. The ostajs are highly qualified and smart but have never made me feel like I have no knowledge of deen. I am not only learning the Quran, I can see the beauty of Islam from my ostajs. And it has definitely changed my life with Islamic manners. Al Iman has a wide range of different courses which can easily fit for any level of student. It was quite impossible for a woman like me to do Quran classes while living in a non-Muslim country. As this is an online platform, it makes so easy and convenient for us. I keep dua for the institute and for my ostajs for the best reward from Allah subhanahu ota’ala.
USA
Al Iman Islamic Institute is one of the well known establishment, where anyone can learn Arabic language from the beginning. I am very pleased and honor to be a part of this institute. Mashallah, within four months I was able to read Arabic. I strongly recommend all of you to join this institute. Your age does not matter, all the members in this institute are very knowledgeable, polite and very passionate.
চট্টগ্রাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় জীবন যাপন করতে মানুষের জন্য যে গাইডলাইন ও সঠিক দিকনির্দেশনা দিয়েছেন তা হল আল কোরআন। আর এই গাইডলাইন অনুসরণ করতে মানুষকে সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করছে আলী ঈমান ইনস্টিটিউট। নিঃসন্দেহে এটি অনলাইনে দিন প্রচারের বিশ্বস্ত এবং ব্যতিক্রমী প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। আমি এখানে ক্লাস করে ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নানা সামাজিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে। আমি এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি এর জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠানের একজন সদস্য হতে পারে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এর কাছে শুকরিয়া আদায় করছি।
UK
Assalamualaikum wa Rahmatullah, Alhamdulillah, I have improved a lot in understanding Quran. Al-Iman Institute is really good at helping us to improve ourselves, (us general students) in the Tajweed, Quran reading and in understanding Quranic languages(grammar), Prophets Sirah, Aqeeda and many more. Our Ustadth and Ustadtha are very helpful. May Allah SWT give more Tawfeeq and rewards to them, I am making Dua for all my Ustaj and Ustaja. Also, May Allah SWT give me Tawfeeq to spread the Quranic message to everyone. Ameen
দিনাজপুর।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও ইসলামি জ্ঞান অর্জন করার এবং বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই "আল ঈমান ইন্সটিটিউট " কে আলহামদুলিল্লাহ। সঠিক দ্বীনি ইলম অর্জন ও সদাকার ক্ষেত্রেও আল ঈমান ইন্সটিটিউট একটি অথেনটিক মাধ্যম আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের দাওয়াতি ও সামাজিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবীদ্বার। কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন যাপনের জন্য তাদের বিভিন্ন একাডেমির কার্যক্রমের সাথে আল্লাহ তায়া’লা যুক্ত থাকার তৌফিক দিয়েছেন সেজন্য মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যেটা একটা অন্যরকম মানসিক প্রশান্তিরও জায়গা। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে এই প্রতিষ্ঠানের যেকোনো কোর্স অথবা যেকোনো উন্মুক্ত আসরে যুক্ত হয়ে নিজের সময়কে অর্থপূর্ণ কাজে লাগাতে ইন শা আল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের ইলমে ও আমলে বারাকাহ দিন সেইসাথে আল ঈমান ইন্সটিটিউট এর এই নেক চেষ্টাকে কবুল করে নিন আমিন।
ঢাকা ।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল ঈমান ইন্সটিটিউট এর একজন শিক্ষার্থী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এবং আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। ছোট বেলায় কম বেশি আমরা সবাই ই আরবি শিক্ষা নিয়েছি। কিন্তু সেখানে অনেক ভুল ভ্রান্তি রয়ে গিয়েছিল। কাজের ব্যস্ততা ও সুযোগের অভাবে আবার নতুন করে আরবি শিক্ষা নেয়াটা সম্ভব হয়ে উঠে নাই। কিন্তু এই ইন্সটিটিউট এর সময়োপযোগী উদ্যোগের কারণে আবার আমরা সহীহ ভাবে কুরআন শিক্ষার যে সুযোগ পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে। জুম প্ল্যাটফর্মে শিক্ষাদান আমাদেরকে সুযোগ করে দিয়েছি ঘরে বসে দেশের দূর দূরান্তে থাকা মা, বোন, ভাইদেরকে কুরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার। আলহামদুলিল্লাহ। এ যে কত বড় সুযোগ এই ইনস্টিটিউটের সাথে যুক্ত না হলে অনুভব করতে পারতাম মা। প্রতিষ্টানটি শুধু কুরআন শিক্ষা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন নাই, কুরআন শিক্ষার পাশাপাশি নবিজীর সিরাত, ইসলামিক আকীদাহ, ফিকহুত ত্বহারাত সম্পর্কে শিক্ষা দান ও নানারকম জনসচেতনতা মূলক কর্মকান্ড এবং আত্ম উন্নয়ক মূলক আলোচনার মাধ্যমে আমাদের আত্মার বিকাশ সাধনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। শুক্রবার সকালের সূরা কাহফের আসর এই প্রতিষ্ঠানের আরেকটি বিশাল কর্ম পরিকল্পনা যার মাধ্যমে আমরা দিনটি সূরা কাহফ পাঠের মাধ্যমে শুরু করতে পারছি। সুবহানআল্লাহ। আমি মুসলমান ভাই বোনদের আহ্বান করছি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে কুরআন ও সুন্নাহ এর আলোকে জীবনকে পরিচালিত করার এই সুবর্ন সুযোগ কে কাজে লাগাতে। আমার আন্তরিক কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আমাকে আল ঈমান ইনস্টিটিউটের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন।ধন্যবাদ জানাই আমার সিনিয়র কলিগকে যিনি আমাকে এই প্রতিষ্ঠানের খোঁজ দিয়েছিলেন। আল ঈমান ইনস্টিটিউটকে সাদুবাদ জানাই সময়ের দাবি এই উদ্যোগ নেয়ার জন্য, মহান আল্লাহ আপনাদের মঙ্গল করুন ও আমাদের সকলের কাজকে সহজ করে দিন, আমীন।
USA
As a student of Al Iman, I feel honored to be part of this community. I am grateful to Allah (SWT) for the opportunity to learn the Quran through their online platform. The convenience of online classes allows participation from any location. Al Iman offers numerous classes that enhance our understanding of the Quran and provide deep knowledge of our deen. The teachers are highly educated, sincere, and humble, creating a supportive learning environment. Al Iman is deeply involved in charitable activities, aiding the poor and fulfilling social responsibilities. They distribute food to the needy during Ramadan, provide aid during natural disasters, and ensure zakat reaches the right people. I greatly appreciate their efforts to send food to the people of Gaza during Ramadan. I highly recommend joining Al Iman to benefit from their Quran teachings and learn about Islam in a way that pleases Allah (SWT). May Allah reward them and place baraqah in all their efforts for His sake.
ঢাকা।
“আল ঈমান ইনস্টিটিউট” পরিবার এর একজন সদস্য হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি।বিভিন্ন একাডেমিক কোর্সের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ব্যাপক সামাজিক কাজ এবং গন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে কুরআন ও সুন্নাহ্ র আলোকে আমাদের জীবন পরিচালনায় আন্তরিকভাবে সহায়তা করে আসছে।শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত থেকে আমি যে মানসিক প্রশান্তি লাভ করি তা ভাষায় প্রকাশ করা কঠিন।তাই নিজের দায়বদ্ধতা থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা একবার এই প্রতিষ্ঠানের যে কোন কোর্সে অথবা শুক্রবার সকালে সূরা কাহফ এর আসরে অন লাইন এ যুক্ত হয়ে অর্থপূর্ণ সময় ব্যয়ে সচেষ্ট হই। “আল ঈমান ইনস্টিটিউট’’ এর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ্ সুবহানতায়ালা সবসময় আমাদের সহায় হোন।
Our Social Activities
Facebook page 1
Youtube
Facebook Page 2