Dhaka
আল ঈমান ইনষ্টিটিউটের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি এই ইনষ্টিটিউটের একজন নিয়মিত শিক্ষাথী’।সাধারন শিক্ষায় শিক্ষিত মানুষদের (মুসলিমদের) জন্য এই প্রতিষ্ঠান খুব সুন্দর এবং কার্যকরী পদ্ধতিতে দীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে। এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ অত্যন্ত দক্ষতা, ধৈর্য ও যত্ন সহকারে ক্লাস গুলি পরিচালনা করে থাকেন । এখানে ইসলামের মৌলিক বিষয়গুলি যেমন - সহীহ্ এবং শুদ্ধ করে কুর’আনুল করীম তিলাওয়াত, কুরআন হিফজ , কুরআনিক গ্রামার, ইসলামী আকীদাহ, আসমাউল হুসনা, আরবী ভাষা শিক্ষা বিষয়ক বিভিন্ন কোর্স পরিচালনা করা হয়ে থাকে। এ ছাড়া ও এই প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কার্যক্রম ও পরিচালনার সাথে ও যুক্ত রয়েছে ,যেমন - গরীব , অসহায় , দুস্থদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করা , বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগীতা করা ইত্যাদি। আমি মহান আল্লাহ রব্বুল আ’লামিনের নিকট দোয়া করি এই প্রতিষ্ঠানের উন্নতি ও সফলতার জন্য।