This website is on under constraction.
Card image Card image

ডা. ফাহমিদা শাহনাজ

ঢাকা।


“আল ঈমান ইনস্টিটিউট” পরিবার এর একজন সদস্য হতে পেরে আমি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি।বিভিন্ন একাডেমিক কোর্সের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ব্যাপক সামাজিক কাজ এবং গন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে কুরআন ও সুন্নাহ্ র আলোকে আমাদের জীবন পরিচালনায় আন্তরিকভাবে সহায়তা করে আসছে।শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত থেকে আমি যে মানসিক প্রশান্তি লাভ করি তা ভাষায় প্রকাশ করা কঠিন।তাই নিজের দায়বদ্ধতা থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা একবার এই প্রতিষ্ঠানের যে কোন কোর্সে অথবা শুক্রবার সকালে সূরা কাহফ এর আসরে অন লাইন এ যুক্ত হয়ে অর্থপূর্ণ সময় ব্যয়ে সচেষ্ট হই। “আল ঈমান ইনস্টিটিউট’’ এর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ্ সুবহানতায়ালা সবসময় আমাদের সহায় হোন।