This website is on under constraction.
Card image Card image

ফারভীন খাদিজা

চাঁদপুর।


দ্বীনি জ্ঞান বিতরণ আল ঈমান ইনস্টিটিউট এর লক্ষ্য বলে জানি, আলহামদুলিল্লাহ। অনলাইনে নিজ নিজ জায়গা থেকে অবসর সময়ে আল কুরআন ও ধর্মীয় বিধি-বিধান শেখার এক অনন্য প্রতিষ্ঠান। এখানে অনলাইনে এর মাধ্যমে বিভিন্ন বয়সী পেশাজীবী ভাই এবং বোনেরা কোরআন, হাদিস, আরবি ভাষা ও সাহিত্যের নানা জ্ঞান অর্জন করে থাকেন। এই ইনস্টিটিউট এর উস্তাজ এবং উস্তাজাগণ দ্বীনি জ্ঞান বিতরণে অত্যন্ত ধৈর্য সহকারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমানে বিভিন্ন কোর্সে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাই এবং বোনেরা অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। একাডেমিক কোর্স পরিচালনার পাশাপাশি আল ঈমান ইনস্টিটিউট নানা ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে, আলহামদুলিল্লাহ।