ঢাকা।
আমাদের দেশের রীতি হিসেবে শৈশবেই ধর্মীয় শিক্ষা গ্রহণ করা হয়েছিল।এক পর্যায়ে পবিত্র কুরআন পড়া শেখা হয়।তবে নিয়মিত চর্চার অভাবে কুরআন পড়া ব্যাকরণ সম্মতভাবে সহীহ হচ্ছে কি না সেই সন্দেহ থেকে মনে মনে একটা অতৃপ্তি কাজ করতে থাকে।জীবনের নানা ব্যস্ততায় পরিণত বয়সে কোন প্রতিষ্ঠানে উপস্হিত থেকে সরাসরি ব্যাকরণ সম্মতভাবে পবিত্র কুরআন পুনঃশিক্ষা করতঃ সহীহ ভাবে কুরআন তেলওয়াত শিক্ষা সম্ভব হচ্ছিল না।একদিন আল্লাহ্ সুবহানাহুতা’য়ালা’র অশেষ রাহমতে আল ঈমান ইন্সটিটিউট এর খোঁজ পেলাম যেখানে অনলাইন ভিত্তিক ব্যাকরণ সম্মতভাবে তাজবীদুল কুরআন শিক্ষা কোর্স ও কুরআন তেলওয়াত শিক্ষা কোর্স সম্পাদন করানো হয়।আমি তাজবীদুল কুরআন কোর্সে রেজিস্ট্রেশন করে নির্ধারিত সময়ে ক্লাশ শুরু করে দিলাম।ইনস্টিটিউট এর সহজ সাবলীলভাবে শিক্ষা দান পদ্ধতিতে তাজবীদুল কুরআন কোর্সটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর বর্তমানে তাঁরই তত্ত্বাবধানে কুরআন তেলওয়াত শিক্ষা কোর্সটি অব্যাহত আছে।আল ঈমান ইনস্টিটিউট কুরআন শিক্ষা কোর্স ছাড়াও অনলাইন ভিত্তিক দ্বীন এর নানা বিষয় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ভাবে প্রচার করে মুসলিম সমাজে অবদান রেখে চলেছে।এই ইনস্টিটিউট সমাজের অবহেলিত ও দরিদ্র গোস্ঠির জন্য ইনস্টিটিউট এর সাথী ভাইদের সহায়তায় সদকায়ে জারিয়া কার্যক্রমও করে থাকে।আমি আল ঈমান ইনস্টিটিউট এর একজন সতীর্থ হিসেবে এই ইনস্টিটিউট এর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি।মহান আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সহায় হোন,আমীন।