This website is on under constraction.
Card image

হাফেজা উম্মে আইমান মাহমুদা

জুনিয়র ইন্সট্রাক্টর


উস্তাজা হাফেজা উম্মে আইমান মাহমুদা রাজধানীর লালবাগে জন্মগ্রহণ করেন। ইসলামী আলেম পরিবারে জন্মগ্রহণকারী উস্তাজা উম্মে আইমান মাহমুদা শিশুকাল থেকেই ইসলামী শিক্ষার মাঝে বেড়ে উঠেন। অল্প বয়সেই কৃতিত্বের সাথে পবিত্র আল-কুর’আনের হিফয শেষ করেন। হিফয শেষে উস্তাজা হাফেজা উম্মে আইমান মাহমুদা রাজধানীর স্বনামধন্য উম্মে হানি (রাঃ) মহিলা মাদ্রাসা থেকে কওমি ধারায় মাধ্যমিক স্তর সম্পন্ন করেন।
উস্তাজা হাফেজা উম্মে আইমান মাহমুদা ইতিপূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে হিফয বিভাগে খেদমত করেছেন। বর্তমানে তিনি আল-ঈমান ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ্‌।