জুনিয়র ইন্সট্রাক্টর
উস্তাজা মারজানা আক্তার চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। দ্বীনি পরিবারে জন্মগ্রহণকারী উস্তাজা শিশুকাল থেকেই ইসলামী শিক্ষার মাঝে বেড়ে উঠেন। সল্প সময়েই কৃতিত্বের সাথে পবিত্র আল-কুর’আনের হিফয শেষ করেন। হিফয শেষে উস্তাজা সাধারণ শিক্ষায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। ইতিপূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সাথে হিফয বিভাগে তিনি খেদমত করেছেন।
বর্তমানে তিনি আল-ঈমান ইন্সটিটিউটে জুনিয়র ইন্সট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাজবীদ, তেলাওয়াত ও হিফজ ক্লাস পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ্।