সিনিয়র ইন্সট্রাক্টর
উস্তাজা তাবাসসুম সিদ্দিক সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএমএস বালিকা উচ্চবিদ্যালয় এবং সরকারী কমার্স কলেজ চট্টগ্রাম থেকে কৃতিত্বের সাথে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। অতঃপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে ভিসি গোল্ড মেডেল এ্যাওয়ার্ড সহ বিবিএ ও এমবিএ শেষ করেন।
সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও দ্বীনী জ্ঞান অর্জনে তিনি ছিলেন পরিশ্রমী। বেশ কিছু দ্বীনি প্রতিষ্ঠান থেকে তিনি অসংখ্য কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ তিনি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করেন, আলহামদুলিল্লাহ।
কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।
ইনস্টিটিউট এর প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি তার দ্বীনী খেদমতের আকাঙ্ক্ষা এর কারনেই আল-ঈমান ইন্সটিটিউট মাধ্যমে নিজেকে দ্বীনি খেদমতে ব্যস্ত রেখেছেন।
বর্তমানে তিনি আল ঈমান ইনস্টিটিউট পরিচালিত সীরাতে রাসূল সা এবং কোরআন ও সালাহ অনুধাবন কোর্স পরিচালনা করছেন।