This website is on under constraction.
Card image

উস্তাজ মোহাম্মদ ত্বহা

সিনিয়র ইন্সট্রাক্টর


উস্তাজ মোঃ ত্বহার জন্মস্থান বরিশাল জেলায়। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার পথিকৃৎ ছারছিনা দারুসসুনাত আলিয়া মাদ্রাসা, পিরোজপুর থেকে বৃত্তি সহ দাখিল পাশ করেন।
বাংলাদেশের অপর স্বনামধন্য ইসলামী প্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা থেকে আলিম শেষ করে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর শরিয়া অনুষদ থেকে ভাইস চ্যাঞ্চেলর গোল্ড মেডেল সহ অনার্স শেষ করেন।
অতঃপর তুরুস্ক সরকারের বৃত্তি (তুর্কিয়ে বুরস্লারি) নিয়ে ইস্তানবুলস্থ মারমারা ইউনিভার্সিটি থেকে রেকর্ড সংখ্যক মার্ক নিয়ে মাস্টার্স এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বুরস্লারি কর্তৃপক্ষ তাকে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার পুরুস্কারে ভূষিত করে।
ইতিপূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এ আরবি ও তুর্কী ভাষা শিক্ষা দিয়েছেন। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগেও পাঠদান করেছেন। তিনি লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসেও কর্মরত ছিলেন।
বর্তমানে তিনি আল-ঈমান ইন্সটিটিউট এ আরবি ভাষা, কুরআনিক গ্রামার এবং ফিকহ বিষয়ক বিভিন্ন কোর্সে পাঠদান করছেন।