This website is on under constraction.
Card image

মোঃ শারফুদ্দিন শরীফ

ফাউন্ডার ও সিনিয়র ইন্সট্রাক্টর


পাবনা জেলার সম্ভ্রান্ত আলিম পরিবারে জন্মগ্রহণ করেন উস্তাজ মোঃ শারফুদ্দিন শরীফ, দাদা এবং বাবা সম্ভ্রান্ত আলেম হওয়ার কারণে দীনি পরিবেশেই তিনি বেড়ে উঠার সুযোগ পান, আলহামদুলিল্লাহ । আলিয়া মাদ্রাসায় একাডেমিক পড়াশোনা চলমান থাকা অবস্থায় পাবনার ঐতিহ্যবাহী জামেয়া আশরাফিয়া মাদ্রাসার বেশ কয়েকজন উস্তাজদের তত্ত্বাবধানে কওমি মাদ্রাসাতেও বেশ কিছুদিন অধ্যায়ন করেন তিনি। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং আলিম পরীক্ষায় বোর্ড স্কলারশিপ নিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন।
পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয় এর আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিভাগ থেকে বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনা এর উপরে এম. ফিল ডিগ্রী অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত থাকা অবস্থাতেই তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল এবং কামিল পরীক্ষায় বোর্ড স্কলারশিপ সহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন।
বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ সময় ধরে নিজেকে দাঈ কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন। কলেজে শিক্ষকতার পাশাপাশি মেধাবী ও কর্মঠ দুই সহযোদ্ধা মোঃ কামরুল ইসলাম এবং মোঃ আল মামুন কে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন আল ঈমান ইনস্টিটিউট।