This website is on under constraction.
Card image

উস্তাজ কামরুল ইসলাম।

কো-ফাউন্ডার ও সিনিয়র ইন্সট্রাক্টর


জন্ম নানা বাড়ি বরগুনায় হলেও বড় হয়েছেন বাবার কর্মক্ষেত্র ঢাকা তে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং আলিম শ্রেণিতে পড়াশুনা করেছেন বাংলাদেশের স্বনামধন্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায়। অনার্স এবং মাস্টার্স এ প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে। অনার্সে অর্জন করেছেন ডিনস অ্যাওয়ার্ড অব অনার এবং মাস্টার্সে ডিনস অ্যাওয়ার্ড অব একাডেমিক রিকগনিশন। কর্মজীবন শুরু করেন আরবি ভাষার একজন শিক্ষক হিসেবে। এরপর দীর্ঘদিন কাজ করেছেন দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানে। বর্তমানে নিরলসভাবে আরবি ভাষা পাঠদান এবং বই লেখার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি আল ঈমান ইনস্টিটিউট এর অন্যতম প্রতিষ্ঠাতা ও ইনস্টিটিউট এর প্রকাশনা বিভাগ তানজিল প্রকাশনীর স্বত্বাধিকারী।